বিরল প্রজাতির মাছ শিকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠাচ্ছে এই আফ্রিকান যুবক !
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বারোশো ডলার বেতন পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জোয়ানরা দাপিয়ে বেড়াচ্ছে আফ্রিকাতে! বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য পেয়ে আফ্রিকার দেশ সিয়েরা লিয়ন নাকি সম্মান প্রদর্শনের জন্য তাদের দেশের জাতীয় ভাষাতে বাংলা যুক্ত করেছে, যদিও বাংলাদেশী মিডিয়ার নির্লজ্জ প্রোপাগান্ডার বাইরে এই তথ্য কোথাও পাওয়া যায় না। সিয়েরা লিওনের সরকারী ওয়েবসাইট কিংবা উইকিপিডিয়া পেজে এমন তথ্যের ছিটেফোটা নেই!
তবুও ধরে নিই বাংলাদেশের নির্লজ্জ প্রোপাগান্ডা সঠিক এবং বাংলাদেশের বারোশো ডলারের সেনাবাহিনীর উপকার পেয়ে সেখানকার যুবক মুসা ইবনে মুলা ছোটবেলা থেকে বাংলাদেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আর এজন্যই তিনি বিরল প্রজাতির মাছ "গোরিলা ফিশ" ধরেই সেটিকে পাঠিয়ে দিচ্ছেন ঢাকার গনভবণে, প্রধানমন্ত্রীর আহারের জন্য।