বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবার টুঙ্গিপাড়ায় আসছেন জো বাইডেন ।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবার টুঙ্গিপাড়ায় আসছেন জো বাইডেন ।

মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংক্ষেপে মুজিব্বার যখন জন্ম হয়েছিল তখন পশ্চিম আকাশে ফুটে উঠেছিল উজ্জল একটি তারা। মধ্যরাতে বঙ্গবন্ধুর পিতা লুৎফর রহমানের নজরে তারাটি আসলে তিনি বুঝতে পারেন তার এই সন্তান পশ্চিম পাকিস্তানের হোগা মারতে চলেছে। পশ্চিম আকাশের সেই তারাটি আজ শুকতারা নামে পরিচিত ।

মুজিব্বার মাজারে শ্রদ্ধা জানাতে নভেম্বর মাসের পয়ত্রিশ তারিখে ওয়াশিংটন থেকে টুঙ্গিপাড়ায় ছুটে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উনি এ বিষয়ে দৈনিক বঙ্গবল্টুর প্রতিনিধিকে জানান, বাংলাদেশ নামক এই অচেনা দেশের মহান জাতির পিতা বঙ্গবন্ধুর পবিত্র মুজিব কোট পরিধান করে গুলি খেয়েও বে‌ঁচে গিয়েছিলেন আমাদের সাবেক রাষ্ট্রপতি টেডি রুজভেল্ট । এই মহান জাতির পিতার ৭ই মার্চের বজ্রকন্ঠের ভাষণে বধির হয়ে গিয়েছিল পাকিস্তানের সেনারা। তিনি ছিলেন মানুষরুপী বাংলার বাঘ, কিন্তু তার মন-মানসিকতা ছিল আমার সন্তান হান্টার বাইডেনের কোকেইনের থেকেও সাদা । এমন মহান জাতির পিতার মাজারে ডুকরে কেদে মোনাজাত না করলে আমার জীবন সার্থক হবে না !