যেভাবে ডক্টর ইউনুস 'দ্যা সুদখোর' দেশের দারিদ্র্যতার উপরে ব্যাবসা চালিয়ে ছো মেরে জিতে নেন নোবেল প্রাইজ!

যেভাবে ডক্টর ইউনুস 'দ্যা সুদখোর' দেশের দারিদ্র্যতার উপরে ব্যাবসা চালিয়ে ছো মেরে জিতে নেন নোবেল প্রাইজ!
ছবি: সুদ খেয়ে কিভাবে হাসছে দেখুন

ডক্টর ইউনুসের উত্থান হয় ১৯৭৪ সালের মুজিবীয় দুর্ভিক্ষের সময় যে দুর্ভিক্ষের অস্তিত্ব সম্পর্কে বাল সরকার এখনও অস্বীকার করে। উনি চড়া সুদে গরিবদেরকে মাইক্রো লোন দিয়ে দুর্ভিক্ষটি থামিয়ে দেন। চড়া সুদ দিতে না পেরে পরবর্তীতে দরিদ্রদেরকে টিনের চালা খুলে ইউনুসকে দিয়ে দিতে হতো এবং ডক্টর ইউনুস সেগুলো বাদামওয়ালার কাছে বিক্রি করতেন। বাল, বিম্পি কিংবা লাঙ্গল পার্টির কেউ তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়নি। এভাবে প্রায় দু যুগ ব্যাবসা চালানোর পর ২০০৬ সালে ইউনুস বাগিয়ে নেন নোবেল প্রাইজ! শোনা যায় হিলারিকে বলে কয়ে নোবেলটি উনি বাগাতে পেরেছেন।

নোবেল জিতেই রাজনীতি জয়েন মারার চেষ্টা করে বাল ও বিম্পির রোষানলে পড়েন ডক্টর ইউনুস। এক পর্যায়ে তাকে নিজের ব্যাংক থেকেই পদত্যাগ করতে হয়। পরবর্তীতে বাল সরকারের নেত্রী কুইন শেখ হাসিনা ডক্টর ইউনুসের মতো নোবেল পাওয়ার জন্য বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নেন দশ লক্ষ রোহিঙ্গা এবং নোবেল জেতার প্রতিযোগিতায় মারেন ফেল আর দেশের ভবিষ্যৎ হয় আরও ঘোলাটে।